মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার সংবাদ কর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র সহযোগীতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন জেলা-উপজেলার ৫০ জন সংবাদকর্মী।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণটি সাংবাদিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়ম রীতি মেনে কিভাবে সাংবাদিকতা করা প্রয়োজন সেই সম্পর্কে ধারণা পাবেন। এবং তা আগামীতে আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে বলে মনে করেন। একই সাথে সাংবাদিকদের অপ- সাংবাদিকতায় সর্তক হয়ে সঠিক তথ্যকে তুলে ধরার আহ্বান জানান তিনি।
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, ঢাকা মেইল অনলাইন এর নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো.হুমায়ুন কবীর।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহম্মদ তৌহিদুল আনোয়ার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।