রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপি'র সীমান্ত হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার দৌলতপুর থানাধীন চরচিলমারী আতারপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় মাটির নীচে বস্তায় ভরা কালো কসটেপ দিয়ে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।