মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে দীঘিনালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব মনোয়ারা আক্তার।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা অর্জন করেছেন। মনোয়ারা আক্তার তাঁর শিক্ষা জীবনে এম.এ ও বি.এড ডিগ্রি অর্জন করেন এবং নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদান ও শিক্ষার্থীদের মানসিক-নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি দীঘিনালা উপজেলার ছোট মেরুং সওদাগর পাড়া এলাকার মরহুম আবদুর রাজ্জাক সওদাগর ও মরহুমা রোকেয়া বেগমের কনিষ্ঠ কন্যা।
উল্লেখ্য, মনোয়ারা আক্তারের স্বামী রশিক নগর দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতি হিসেবে তাঁরা উভয়েই দীঘিনালার শিক্ষা বিস্তারে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা স্থানীয় শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যে মনোয়ারা আক্তার তাঁর স্বামীসহ মাদ্রাসার সুপার, পরিচালনা কমিটি, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজক কমিটি ও দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার এবং নির্ধারিত বিচারকমণ্ডলীর প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এদিকে তাঁর এই গৌরবময় অর্জনকে স্বীকৃতি জানিয়ে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আগামীতে খাগড়াছড়ি জেলা পর্যায়ে জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাঁর প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।