মোখলেছুর রহমান ধনু
রামগতি- কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল মোতালেব কে আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মুফতী মুহাম্মদ শরীফুল ইসলাম কে সদস্য সচিব মনোনীত করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর লরেঞ্চ বাজারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম জানান সকল সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। এ কমিটি উপজেলার সকল নাগরিকদের অধিকার বাস্তবায়নে কাজ করবে। যেকোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে।
উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকরাম হোসেন জিসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা নুরুল্লাহ খালেদ, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা মোঃ উল্লাহ ফারুকী, গণ অধিকার পরিষদের প্রতিনিধি সার্জেন্ট মোহাম্মদ আবুল কাশেম, মুখপাত্র হিসেবে গনঅধিকার পরিষদের সার্জেন্ট সোলাইমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা মোস্তাফিজুর রহমান, জেএসডির প্রতিনিধি হারুর রশিদ (ডিলার),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা মোসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা ওমর ফারুক, গণধিকার পরিষদের প্রতিনিধি হাজী মুহাম্মদ সিরাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাইন উদ্দিন সামির ও নির্বাহী সদস্য হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আহাদ ফারাবী, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করা হয়।