কুষ্টিয়া প্রতিনিধি
নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের দেয়ালে টাঙানো ক্যালেন্ডারে ধানের শীষ প্রতীক থাকায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে এবং প্রতিক প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার আচরণবিধি লঙ্ঘন করে দোকানে টাঙানো ছিল। নির্বাচন সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।