রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিরপুর থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন। এ নির্বাচনে প্রশাসন কোন পক্ষপাতপুষ্টভাবে কাজ করবে না। বিগত দিনে মানুষ দিতে পারে নাই, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আসন্ন নির্বাচনে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এ নিশ্চয়তা দিয়ে তিনি বলেন ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে পুলিশবাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন দেশের ৫ কোটি তরুণ ভোটারা এ নির্বাচনের মূল শক্তি। যে তরুণরা জুলাই আন্দোলন করে এ দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে। তারায় ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে একদিকে জনপ্রতিনিধি নির্বাচন ও অন্যদিকে ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে চলবে তা নির্ধারণ করবে। গণভোট নিয়ে জনগণের মধ্যে ভয়-ভীতি ও আশঙ্কা কাজ করছে। তিনি ভোটারদের সকল ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ। এ সময়ে বিএনপি'র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান আরিফ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী নুর উদ্দীন আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।