মোঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির বরকলে দুর্গম সীমান্তবর্তী এলাকার জনসাধারণে জীবনমান উন্নয়নে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান রোধের পাশাপাশি এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সেই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিজিবি সদ্যদের নিরলস পরিশ্রমে রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে লক্ষাধিক টাকা ব্যয়ে ৩৩টি কাঠের সেতু তৈরী করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
এসব ব্রিজ নির্মানের ফলে স্থানীয় জনসাদারণ ও শিক্ষার্থীরা দৈনন্দিন চলাচলে অভাবনীয় পরিবর্তন এসেছে। সীমান্তের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণ এই ব্রিজ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারবে।
বিজিবি এমন উদ্যোগ ও কার্যক্রমের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, বিজিবির এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেনি, বরং স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, “জনগণের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিজিবি । আমরা চাই সীমান্তবর্তী প্রতিটি গ্রাম উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাক এবং মানুষ শান্তিতে বসবাস করুক।” তিনি ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।