নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
এসময় আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি আতিকুর রহমান আতিক, পৃষ্ঠপোষক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এ টি এমন শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা ও আড়িয়া ইউপি সদস্য আব্দুল বাসেদ রঞ্জু, কৃষক আলমগীর হোসেন, মোজাম্মেল হোসেন, মুনিরুজ্জামান মজনু, দেলোয়ার হোসেন হোসেন খাদেম, রেজাউল করিম রেজা, যুবদল নেতা ইব্রাহিম, রুবেল হোসেন, খোকন, ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক, সোহেল বিশিষ্ট সমাজ সেবক শাকিল হোসেন প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাপুনিয়া নিউ ইয়াং স্টার ক্লাব ৪-১ গোলে বিহিগ্ৰাম নিউ একাদশকে পরাজিত করে।