
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-ইনক ও সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৪ শতাধিক দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-ইনক'র সিনিয়র সহসভাপতি রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-ইনক'র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানউল্লাহ লিটন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহের, আসলাম আলী, এনামুল হক, সানাউল্লাহ, রফিকুল ইসলাম প্রমুখ।