নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা পূর্বপাড়ার এক ঝাঁক তারুণ্যের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মানিকদিপা উত্তরপাড়া স্বাধীন ক্লাব।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টা মানিকদিপা পূর্বপাড়াস্থ ফসলী জমিতে টুর্নামেন্টের এই খেলাটি অনুষ্ঠিত হয়।
এসময় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি, মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল বাসেদ রঞ্জু।
আড়িয়া ইউনিয়নের মানিক দিপার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মানিকদিপা পূর্বপাড়ার নতুন প্রজন্মের তরুণদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন
মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেরাজুল ইসলাম মাসুদ। এছাড়াও মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত আহম্মেদ, আতিকুল, মোরসানিল, নোমান, আব্দুল্লাহ, মিলন, সিয়াম, মানিক দিপা স্বাধীন ক্লাবের সভাপতি আবুল কালাম, সদস্য শহিদুল ইসলাম, আকিনুর, মেহেদী হাসান, আজিজুল, আহসান হাবীব সহ অনেকেই উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মানিকদিপা পূর্বপাড়া জুনিয়র একাদশ টীমকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে মানিকদিপা উত্তরপাড়া স্বাধীন ক্লাব। একটি মিনি ফুটবল টুর্নামেন্টে এমন বিজয় সত্যিই অবিশ্বাস্য বিজয়। অপরদিকে ফুটবল যে একটি জনপ্রিয় খেলা তার প্রমাণ মিলেছে হার কাঁপানো তীব্র শীত উপেক্ষা করে বহু ফুটবল প্রেমীদের উপস্থিতি। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে একটি বড় রাজহাঁস ও রানার্স আপ দলের মাঝে একটি বড় দেশী হাঁস তুলে দেন টুর্নামেন্টের উদ্বোধক মেরাজুল ইসলাম মাসুদ।