রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দারে রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, মরহুম মালেক জোয়ার্দ্দারের বড় ভাই আব্দুল হালিম জোয়ার্দ্দার, ছেলে মোস্তাফিজুর রহমান সুইট জোয়ার্দ্দার, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সদস্য আশরাফুল আলম হীরা, সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) হাসানুর রহমান, ব্যবসায়ী আব্দুস সালাম প্রমুখ। পরে মরহুম মালেক জোয়ার্দ্দারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচলনা করেন হাফেজ মাওঃ সোহেল আহমেদ।