রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানাতে বছরের প্রথম দিনেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৪২৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনুল বারী তালুকদার, অধ্যক্ষ—নিমগাছী অনার্স কলেজ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। বই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতার মহমুদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম জিন্নাহ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি; মো. হাদি তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়; মো. আবুল বাসার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়কসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। শিক্ষক ও অতিথিরা আশা প্রকাশ করেন, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীরা নতুন বছরে আরও মনোযোগী হয়ে পড়াশোনায় যুক্ত হবে।