মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিজিবি’র প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর তাগনিদ দেওয়া হয়। এলাকায় বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে পরিচালিত করাত কলগুলোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে সরাসরি নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
তিনি বলেন, লংগদু উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে পরামর্শ দেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।