মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সকালে এক প্রেস বার্তায় এ কর্মসূচি ঘোষণা করে। দলীয় ও জেলা বিএনপির সভাপতি বাস ভবন বৈঠকে কালো পতাকা উত্তোলন, ব্যানায় টাঙানো হয়। খোলা হয় শোক বই। শোক বইতে খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন ভাষায় লেখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া। পরে তা সবার উন্য উন্মুক্ত করে দেয়া হয়।
শোক বইয়ে লেখার পর বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন ওয়াদুদ ভূইয়া।
এছাড়া শোক কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল নেতাকর্মীর গায়ে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় গুলোতে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন।
এদিকে, জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে জেলা স্টেডিয়ামে দোয়া মাহফিল ছাড়াও এক মিনিট নীরবতা পালন করা হয়।