লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ ,সিরাজগঞ্জ ,প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা) আসনে ১২ দলীয় জোটের চূড়ান্ত এমপি প্রার্থী হিসেবে মাওলানা ড. আব্দুস সামাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা ড. আব্দুস সামাদ বলেন,
দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে, যেখানে নৈতিকতা, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। সমাজ থেকে জুলুম, বৈষম্য ও দুর্নীতি দূর করে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়ে তুলতেই ১২ দলীয় জোট নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে।”তিনি আরও বলেন,
ক্ষমতা অর্জনই আমাদের রাজনীতির লক্ষ্য নয়,বরং জনগণের আমানত রক্ষা, দুর্বল ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের মূল অঙ্গীকার।
ড. আব্দুস সামাদ জানান, নির্বাচিত হলে তিনি এই অঞ্চলে ইনসাফভিত্তিক প্রশাসন নিশ্চিত করা,দরিদ্র ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষা, নৈতিক শিক্ষার প্রসার এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে কাজ করবেন।
উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিরাজগঞ্জ–৩ আসনে ১২ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।