নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে শাজাহানপুর উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি প্রমুখ।
মনোনয়নপত্র জমাদান শেষে স্থানীয় নেতাকর্মিদের নিয়ে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।