মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দুপুর ২টা নাগাদ খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পর্যটনবান্ধব খাগড়াছড়ি গড়ে তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এ সময় তিনি জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ধানের শীষ বিজয়ী হলে খাগড়াছড়ি হবে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু।”
মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা ও ক্ষেত্র মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।