এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্ট্রি এন্ড ড্রাগ সমিতির লালপুর উপজেলার বিভিন্ন শাখার নয়া কমিটি গঠন হয়েছে।
সোমবার (২৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলার পর্দা ডায়াগনস্টিক সেন্টার এর দোতালায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগের নাটোর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লালপুর উপজেলা ৩টা শাখার কমিটি গঠন করা হয়েছে। শাখা গুলো হলো ১) লালপুর বাজার কমিটির কেয়া ফার্মেসির আলমগীর হোসেন সভাপতি ও হাজেরা ফার্মেসির সুখচানকে সাধারণ সম্পাদক, ২) সালামপুর বাজার কমিটি শেখ মোহাম্মদ তোফাজ্জলকে সভাপতি ও হাসানুজ্জামানকে সাধারণ সম্পাদক ৩) বিলমাড়িয়া বাজার কমিটির শ্যামল কুমার চৌধুরীকে সভাপতি ও আবদুল মোমিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী পদ্মা মেডিকেল হলের প্রোপাইটার মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সরকারের সভাপতিত্তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগ সমিতির নাটোর জেলার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গোপালপুর বাজার শাখার সভাপতি রেজাউল করিম সাধারণ সম্পাদক মৌসুম।
এ সময় অতিথিবৃন্দরা বলেন, ব্যবসায়ীদের একত্রে করার ফার্মাসিটিক্যাল এর ঔষধ এমআরপি থেকে সর্বোচ্চ ৫% ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করতে হবে এর বেশি ডিসকাউন্ট দিলে তাদের বিরুদ্ধে প্রথমত জরিমানা স্বর ২০০০ টাকা পরবর্তীতে স্থায়ীভাবে দোকান বন্ধেরও ব্যবস্থা করা হবে। এটা কার্যকরী হবে ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকে এতে সকল ব্যবসায়ীরা একত্রে হয়ে এই প্রত্যয় জ্ঞাপন করেন।