রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেতু এনজিও’র আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনে সহযোগিতায় সোমবার সকালে উপজেলা চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শন করে। বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলার ভুমিকা অপরিসীম। এ ধরণের বিজ্ঞান মেলা থেকে স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা উপকৃত হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সেতু এনজিও'র কৃষিবিদ এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আমজাদ হোসেন প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়।