সুনামগঞ্জ প্রতিনিধি
দ্য ডেইলি স্টার,প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তাগন বলেন,সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্যেই গণমাধ্যমের ওপর হামলা চালানো হয়েছে,তা কোন দিনই সফল হবে না আর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি,ভবিষ্যতেও বন্ধ করা যাবে না।
বক্তাগন আরও বলেন, যারা এ ধরনের ঘটনার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে। হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আইন বিষয়ক সম্পাদক
আব্দুল আলীমসহ স্থানীয় সাংবাদিক ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন।