মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক স্থানীয় আইন–শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কর্মতৎপরতা ও নেতৃত্বের দৃঢ়তা প্রদর্শন করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঠে না থাকলেও, তিনি প্রশাসনিক শূন্যতার সুযোগ না দিয়ে নিজ উদ্যোগে সব পুলিশি কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করছেন এমনটাই জানিয়েছেন স্থানীয়রা ও সংশ্লিষ্ট মহল।
সম্প্রতি ওসি নাজমুল হকের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে অভিযানে বালু বহনকারী একাধিক ট্রলি জব্দ এবং পরিবেশ ও আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। একইসঙ্গে অপপ্রচার ও গুজব ছড়ানো চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়িয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা জন নিরাপত্তার স্বার্থে ও সরকারের নির্দেশ মোতাবেক ডেভিল হান্ট ফেজ-২ অভিযান করে আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরকে গ্রেফতার করেছে।
পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা ও আস্থা বাড়াতে ওসি নাজমুল হক সাধারণ মানুষের সঙ্গে তথ্য শেয়ার, আইনি প্রক্রিয়া সহজ ভাষায় ব্যাখ্যা প্রদান এবং সাংবাদিকদের কাছে আইনগত বিষয় স্পষ্টভাবে তুলে ধরছেন। উদ্ধার, তদন্ত ও অপরাধ দমনে তার সক্রিয় ভূমিকা পাটগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মত স্থানীয় সাংবাদিকদের।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন আমি পাটগ্রাম থানায় যোগদানের কয়েকদিনের মধ্যেই পরিবেশ রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ফ্যাসিস্ট দের গ্রেফতার চলমান রয়েছে আরও একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দেই পাটগ্রাম থানায় মামলা করতে কোন টাকা পয়সা লাগে না ওসির দরজা সব সময় খোলা থাকে জনসাধারণের জন্য ।