নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে দুই জন আওয়ামী যুবলীগের নেতা ও সিআর ওয়ারেন্টমূলে আরও একজন সহ মোট ৩ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হারুন অর রশিদ (৪৮), (মাদলা ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া এর যুবলীগের সভাপতি), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-চাঁচাইতারা, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া। অপরজন মোঃ স্মরন (৩৫), (১৩নং ওয়ার্ড, বগুড়া পৌসভার, যুবলীগের সক্রিয় সদস্য), পিতা-মৃত রফিক কামাল, সাং-ফুলদিঘী মধ্যপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে অদ্য ২৫/১২/২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, আসামী মোঃ স্মরণকে গ্রেফতারকালে তার হেফাজত হতে একটি বার্মিজ চাকু (বিদেশী চাকু) উদ্ধার করা হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনের পৃথক একটি মামলা রুজু করে তাকে মোট দুইটি মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালেতে প্রেরণ করা হয়।
অপরদিকে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আতিকুর রহমান রিপন, পিতা- আজিজুর রহমান (টুকু), স্থায়ী: গ্রাম- শালিকা, পোঃ গোহাইল, উপজেলা/থানা- শাজাহানপুর, জেলা -বগুড়া,
সিআর নং-৪২৮সি/২৫(শাজাহানপুর)।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ডেভিল হান্ট ফেজ ২ অভিযান অব্যাহত থাকবে।