রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী। বুধবার দুপুরে চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাকন। এর আগে ১৭ই ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন মনোনয়নের কপি প্রার্থীর হাতে তুলে দেয়া হয়।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেড়ামারা মিরপুরের খেটে খাওয়া মানুষ যারা সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজ ও নারী নির্য়াতনমুক্ত সমাজ চাই, জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতা ও কর্মীর এই মনোনয়ন। যারা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম, খুন, হয়রানি ও মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্হায়ী কমিটি, জেলা বিএনপি, মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপিকে তার উপর আস্হা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।