আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের মিশনপাড়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির দায়ে এক ভেকু চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন
গতকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের সময় রাতের আঁধারে ফসলি জমি থেকে টপসয়েল কেটে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে জরিমানার পাশাপাশি অভিযুক্ত ভেকু চালকের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের অনুমতি ছাড়া মাটি কাটবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এই প্রতিবেদক কে বলেন, ফসলি জমির উর্বর মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।