নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দলের টাঙানো অবৈধ নির্বাচনী ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।
এছাড়া নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে চাঁচাইতারা বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য যে, বগুড়া-০৭ (শাজাহানপুর -গাবতলী) এই সংসদীয় আসনে নির্বাচন করবেন বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি দৈনিক কাগজ কে জানান, "নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"