এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।
মঙ্গলবার ( ২৩ই ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের কাছ থেকে তার পক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক,পৌরসভার সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী,দোহাজারী বিএনপি নেতা বাবু খান,সাবেক যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার,নুরুল হুদা বাবর,নুরুল কবির কমিশনার,শিবলু,শহিদুল ইসলাম, সেলিম উদ্দিন, ইসকান্দর মির্জা, রিয়াজ মাষ্টার, আকতার হোসেন, আমির হোসেন, সাইফুল ইসলাম, মীর হোসেন, সেলিম উল্লাহ, দিদার, মুরিদুর আলম, ইসমাইল, নাছির, হামিদ, নিজাম, আবদুল মান্নান, রিয়াজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত বক্তৃরা বলেন,‘দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।