মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিনিয়ত । এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাওসার কে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং জেলা ক্রিকেট কাউন্সিলর মোঃ আমিনুল।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার মোঃ কাওসার অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দল ছাড়াও খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ এবং চট্টগ্রাম ডিভিশন অনূর্ধ্ব- ১৪, ১৫, ১৬ দলের খেলায় অংশ গ্রহণ করেন।