মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলা হোসেনপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ খাইরুল ইসলাম।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ এরশাদ আলী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মোঃ শাহ আলম মুরাদ, বাইট্টাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ফাহিম প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি উপজেলার একটি প্রাচীনতম প্রতিষ্ঠান। শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় এলাকা কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষা দান করছে।
এই শিক্ষা কার্যক্রমকে উত্তরোত্তর বৃদ্ধি ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
শেষ ২০২৫ সালে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শ্রেণি ভিত্তিক উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থীদেরর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।