মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন শুভ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের এক বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১শে ডিসেম্বর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে মতিবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উৎসব চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন।
একই সাথে পুলিশ সুপার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি নাশকতাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণকে নির্দেশ দেন।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন চার্চের প্রতিনিধিগণ উপস্থিত থেকে উৎসবের নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।