নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র রুহান (১৭) নিহত হয়েছেন এবং নিহতের বন্ধু মারুফ (১৭) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি।
দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক সেনানিবাস এলাকার ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত কলেজ ছাত্র রুহান (১৭) শেরপুর উপজেলার আসু নামের এক চা দোকানির ছেলে। আহত শিক্ষার্থীর নাম মারুফ, তবে তার বাবার পরিচয় জানা যায়নি। রুহান ও মারুফ দুজনই পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পালসার মোটরসাইকেলে করে ওভারব্রিজ ওভারটেক করার সময় পেছন থেকে দ্রুতগতির ঢাকা-গামী মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পিষ্ট হন রুহান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মারুফ গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত মারুফকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রুহান ও মারুফ প্রায়ই ক্যান্টনমেন্ট এলাকার লেকেরপাড়ে ঘুরতে আসতেন। আজও তারা সেখানে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।