রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া;
জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে ‘কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফাঁসি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি মজমপুর গেট অতিক্রম করে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা,কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মাঃ আবু ইউসুফ, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।