মোখলেছুর রহমান ধনু
রামগতি কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে এলজিইডির কোটি টাকার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্হানীয়রা ক্ষোভ প্রাকাশ করে বলেন,উপজেলার চরমার্টিন - বলিরপোল উত্তর মার্টিন ১ নং ওয়াডের আবু ডাক্তার সমাজের রাস্তা চলমান উন্নয়ন কাজ শুরু থেকেই নয়ছয় করেছে। উপজেলা প্রকৌশলীর অফিসে এসে অভিযোগ করলেও কোন পরিবর্তন দেখা যায়নি। জানা যায়, ওই সড়কে চলমান কাজের বিপরীতে বরাদ্দ প্রায় ১ কোটির বেশি। আইআরআইডিপিএনএফএল প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। গুনগত মানের জায়গায় পচা ইট ও রাবিশ ব্যবহার করে ব্যাপক অনিয়ম করেছে। এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার তদারকি অভাবে উন্নায়ন কাজে এদূরঅবস্হা।