রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে মালিক হাফিজুল (৪৫) নামে একজন খুন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত নুরুল হুদার ছেলে।
নিহত ভাই আনোয়ার বলেন কয়েক দিন ধরে আপন চাচাত ভাই মহিদের রসুন ক্ষেতে মুরগি যায়। এতে করে রসুনের ছোট ছোট গাছগুলো আছরে নষ্ট করে দেয়। এরই প্রেক্ষিতে আজ দুপুরের দিকে আবার রসুনের ক্ষেতে মুরগি গেলে ক্ষিপ্ত হয়ে যায় চাচাতো ভাই মহিদ। বিষয়টি নিয়ে হাফিজুল ও মহিদের দুই পরিবারের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে বাড়ী থেকে ধারালো বল্লভ বের করে হাফিজুলকে আঘাত করে। ধারালো বল্লবের আঘাতে মারাত্মকভাবে আহত হন হাফিজুল। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল মারা যান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাফিজুলের মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হাফিজুলকে হত্যাকান্ড বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।