মোখলেছুর রহমান ধনু
রামগতি কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলবগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসভার আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য - আলোচনাসহ উপস্থিত ছিলেন রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেঃ আরাফাত হুসাইন,কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকতারুল ইসলাম, বীরমুক্তযোদ্ধা আবুনুর সেলিম ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা।