মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বিএনপির সভাপতি চাঁন মিয়াকে গত কয়েকদিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায়, দলের সকল পদ পদবি স্থগিত করে দেন উপজেলা বিএনপি।
অপর দিকে ৫ ডিসেম্বর পুনরায় উক্ত অভিযোগ প্রমাণিত না হওয়া উল্লেখ করে স্থগিত আদেশ প্রত্যাহার করে নেয় উপজেলা বিএনপি। এই আদেশ প্রত্যাহারের প্রতিবাদে শনিবার ১৩ ডিসেম্বর রাত সাড়ে সাতটায়, আটারকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বট তলায় সংবাদ সম্মেলন করেন আটারকছড়া ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আটারকছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়া মেম্বার এর স্থগিতাদেশ প্রত্যাহার করার প্রতিবাদে, প্রিয় সাংবাদিক ও সুধিবৃন্দ, গত ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখ আমাদের ইউনিয়নের সভাপতি মোঃ চাঁন মিয়া মেম্বার এর এক অশ্লীল অডিও কল রেকর্ড ফাঁস হয়। যার পরিপ্রেক্ষিতে ইউনিয়নের জনসাধারণ ক্ষুব্ধ হয় এবং জেলা কমিটির নির্দেশ মোতাবেক উপজেলা কমিটি তার পদ স্থগিত করে, ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখ । যাহাতে জনমনে সন্তোষের দেখা মিলে । এবং এলাকার থমথমে পরিবেশ স্থিতিশীল হয়।
বর্তমানে যেকোনো সূত্রে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জানতে পারে যে তার পদ পুনরায় বহাল রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা ৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা নেতৃবৃন্দকে প্রায় সবগুলো সংগঠন থেকে তার পদ ফিরিয়ে না দেওয়ার জন্য আবেদন করি। আমাদের আবেদনে কর্ণপাত না করে ইউনিয়ন বিএনপির সভাপতি এর পদ পুনরায় বহল করেন । যাহাতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। আমরা অতি শীঘ্রই তার পদ ফিরিয়ে নিয়ে স্থায়ী বহিষ্কার করার জন আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি ।
তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করতে হবে৷ তাকে এপদে রাখলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে আটারকছড়া ইউনিয়নে বিএনপির ভোট নষ্ট হবে। ইতিমধ্যে এলাকায় পথসভা করতে গেলে গ্রামের মহিলারা দলকে নিয়ে বাজে মন্তব্য করেন যে আপনারা ক্ষমতায় আসলে চান মিয়া মেম্বারের মত লোভ দেখিয়ে মহিলাদের ইজ্জত নষ্ট করবেন। আমরা এধরণের লম্পট সভাপতি চাইনা। দ্রুত সময়ে তাকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করতে হবে। না হয়, বড় ধরণের কর্ম সুচি দেওয়ার কথাও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বেচ্ছাসেবক দলের মকবুল হোসেন (মকুল), উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার, ইউনিয়ন যুবদলের আহবায়ক জসিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল, স্বেচ্ছাসেবক দলের ইসমাইল, সহ আটরকছড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।