মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অস্থায়ী সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং পরে ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সহিদ উল্যা,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান প্রমুখ,
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।