মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির দূর্গম লংগদুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক কর্তৃক পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউএনডিপির ERRD প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করা হয়েছে।
৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আব্দুল খালেক মহোদয়, লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান( যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের ERRD প্রকল্পের প্রকৌশলী চন্দন ত্রিপুরা, বগাচতর ইউপি চেয়ারম্যান জনাব,আবুল বশর ও উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে তিনি বিদ্যালয় প্রঙ্গনে একটি ঔষধী বৃক্ষ (নিম গাছের চারা) রোপণ করেন এবং রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ERRD প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কাজ ঘুরে দেখেন।
পরিদর্শন কালে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও একটা ছাত্রাবাস এর অভাব তুলে ধরলে, তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।