অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাক্তার না হয়েও রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত শাহাবউদ্দিন পেশায় একজন ফার্মেসি কর্মচারী হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে “চিকিৎসা পরামর্শদাতা” পরিচয় দিয়ে রোগীদের ওষুধ লিখে দিতেন। এলাকার বেশ গবাদি পশু তার ওষুধ সেবনের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে শুরু করলে বিষয়টি রাণীশংকৈল প্রাণিসম্পদ বিভাগে মৌখিক অভিযোগ আকারে আসে।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ ভেটেনারি আইন ২০১৯ এর ৩৫ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা। সেখানে অনুমোদনহীন ভাবে প্রেসক্রিপশন লেখার প্রমাণ পাওয়া গেলে তাকে ৮,০০০ টাকা জরিমানা করা হয় ।
সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান,
“চিকিৎসা পেশা অত্যন্ত সংবেদনশীল। প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়া অ্যান্টিবায়োটিক লেখা আইনত অপরাধ এবং এতে গবাদিপশুর মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাব।”
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেন্ট বাড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত সবাইকে পরামর্শ দিয়েছেন, কোনো ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে।