মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সারাদেশের ন্যায় ধর্মপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির মধ্যেও বার্ষিক পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। একদিকে শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।
৪ ডিসেম্বর সকালে উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ধর্মপাশা প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রায় ৩৫০জন সহকারী শিক্ষক জড়ো হয়ে কর্মসূচি পালন করেন। স্লোগানে মুখরিত এ সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ দ্রুত প্রজ্ঞাপন দিয়ে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ব্যাহত হোক তা তারা চান না বলেও উল্লেখ করেন। তাই দ্রুত দাবি বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ধর্মপাশা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জানান, তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না থাকায় সহকারী শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবী পূরনের কর্মসূচিতে বক্তব্য দেন,
জাকির হোসেন আহবায়ক, সহকারী শিক্ষক বাস্তবায়ন পরিষদ, ধর্মপাশা,সুনামগঞ্জ।
মো নুরুল মোমেন যুগ্ন আহবায়ক
ফরহাদ হোসাইন, সরকারী প্রাথমিক শিক্ষক
এ এস আব্দুল বারী, শিক্ষক মাহমুদুল হাসান, সামরুল,আব্দুন নূর, উজ্বল কবীর নুর আহম্মদ পুলক আহসান হাবীব, আনিসুল হক লিখন, অনুকুল,জহিরুল ইসলাম,সুজন সরকার,জোহরা আক্তার,মাসুমা চৌধুরী শাহিন, মোস্তাফিজুর, মহসিন উদ্দিন প্রমূখ।
অভিভাবকদের অনেকে জানান, কর্মবিরতির কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ কিছুটা ব্যাহত হলেও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকায় শিক্ষার্থীরা অন্তত মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে না। তারা সরকার ও শিক্ষকদের দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।
এদিকে বার্ষিক পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায়। তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন, দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর সক্রিয় উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ধর্মপাশা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির বলেন, সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা চালিয়ে যাচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ জানান, সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও উপজেলার ১১০টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।