মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশায় পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারিদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) পরিবার পরিকল্পনা পরিদর্শিকা(FWV)ও পরিবার কল্যাণ সহকারীদের (FWA) প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।
এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে ধর্মপাশা ও মধ্যনগর এই দুইটি উপজেলার ১০টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীসহ মোট ২৯ জনই অংশ গ্রহণ করেন।
আন্দোলনরত সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রেজিয়া সুলতানা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবী জানিয়ে আসলেও তা মানা হচ্ছেনা। অনতিবিলম্বে আমাদের নিয়োগবিধি কার্যকর করতে হবে। অন্যথায় আমরা লাগাতার কর্মসূচী চালিয়ে যাব। এমনকি আমরা আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করতে বাধ্য হব।
উপজেলার জয়শ্রী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাজল আমিন বলেন, আমার চাকুরির বয়স ৩৭ বছরের উপরে। কিন্তু আমাদের বেলায় কোনো নিয়োগবিধি না থাকায় দীর্ঘদিন যাবত একই পদে থেকে চাকুরী করতে হচ্ছে। এতে আমরা সরকারি সকল সুযোগ- সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা সমাজে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। তাই আমাদের এক দফা- এক দাবী নিয়োগবিধি, নিয়োগবিধি। এ দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আমাদের এ কর্মসূচী চালিয়েই যাব।