নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাবই পেশাদার সাংবাদিকতার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। তিনি বলেন, ঐক্যই সাংবাদিকদের মূল শক্তি। যারা মাঠে-ঘাটে কাজ করেন, সত্যকে তুলে ধরেন তাদের অধিকার রক্ষায় শক্তিশালী সংগঠনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। পেশাদার ও মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ইতোমধ্যে সাংবাদিকদের অধিকার আদায়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা চাই, জেলার প্রতিটি কর্মরত সাংবাদিক একই ছাতার নিচে থেকে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষায় ভূমিকা রাখুক।
গোলাম কিবরিয়া পলাশ জানান, সংগঠনের মূল লক্ষ্য পেশাদার সাংবাদিকদের সুরক্ষা, কর্মপরিবেশ নিশ্চয়তা এবং সাংবাদিকতার মান উন্নয়ন। তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একসঙ্গে কাজ করলে সংগঠন যেমন এগোবে, তেমনই ব্যক্তিগত উন্নয়নও নিশ্চিত হবে।
সাংবাদিক নেতারা মনে করছেন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগগুলো ময়মনসিংহ বিভাগের সাংবাদিক সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।