মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কর্তৃক শান্তি চুক্তি দিবস উপলক্ষে গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
বুধবার ০৩ ডিসেম্বর সকাল হতে বিকাল পর্যন্ত দিনব্যাপি গুইমারার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি ক্যাম্পের আওতাধীন গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২৫০ জন পাহাড়ি ও ৫০ জন বাঙ্গালিসহ মোট ৩০০ জন অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সেবা ভোগী ও এলাকার সর্বস্তরের জনগন সিন্দুকছড়ি জোন কতৃক এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।