সুনামগঞ্জ প্রতিনিধি
নীতির পরিবর্তন,নেতৃত্বের পরিবতন করতে হবে তা না হলে এই দেশের পরিবর্তন আর উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ ও জামায়াতের ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
তিনি বলেন,তাই আপনাদেরকেই বেঁচে নিতে হবে কার হাতে, কাদের হাতে দেশের কল্যান হবে। বিগত দিনে বিভিন্ন মার্কার পরিবর্তন হয়েছে,বিভিন্ন দল পালা ক্রমে নেতৃত্ব দিয়েছে কিন্তু দূনীতির কারনে লজ্জিত হতে হয়েছে,অন্যায় সংস্কৃতি চালু হয়েছে। দেশে চুর বাটপার মার্কার নেতৃত্বের উর্বর ভূমিতে পরিনত হয়েছে। দেশের কোনো উন্নয়ন হয়নি।
সোমবার( ১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে নির্বাচন পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।
তিনি জানান,দেশে চুর বাটপার মার্কা উন্নয়ন হয়েছে বিগত সময়ে,কিন্তু দেশেট উন্নয়ন হয়নি। কোন পথে তার সমাধান হবে দেশের জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে।
তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন এর সভাপতিত্বে তিনি আরও বলেন,অনেক পথ মাড়িয়ে আজকে এই অবস্থানে এসেছি। সাম্রাজ্যবাদের কালো থাবা থেকে নিজেকে গড়তে৷ শাপলা চত্বরে ও ৫৭ জন সেনা কর্মকর্তা দের রক্তের মাধ্যমে,ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী বড় বড় নেতাদের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হত্যার মাধ্যমে এসেছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দুর করতেই নতুন বাংলাদেশ নতুন করে গড়ে উঠেছে। দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো,এই দেশে চাঁদাবাজ,দূর্নীতি, লুটপাট করতে কাউকে দেয়া হবে না।
তোফায়েল আহমেদ খান আরও বলেন,আগামী দিনে ইনসাফের বাংলাদেশ গড়তে মেধাবী ছেলেরা যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারাও আগামী দিনে শান্তির পথে এগিয়ে আসবেন দেশের স্বার্থে নিজেদের জন্যে। বিগত দিন গুলোতে কোনো উন্নয়ন হয়নি যা হয়ে লন্ডন,আমেরিকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা লুটকরে বাড়ি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। এদিকে দেশের বেহাল অবস্থা বিরাজ করছে সড়ক,চিকিৎসা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে। জামায়াতে ইসলামী দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আর আমাকে নির্বাচিত করেন তাহলে সকল ক্ষেত্রে উন্নয়ন করবো আর বৈষম্য রাখবো না।
সুনামগঞ্জ–১ আসনে জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই, আর সেই নেতৃত্ব দিতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। আগামী দিনে জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সৎ ও যোগ্য নেতৃত্ব উপহার দিবে।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সেক্রেটারি লুৎফর রহমান দুলাল,নায়েবে আমীর সেলিম হায়দার, সেক্রেটারি আনোয়ার উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।