মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এই আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দলমত নির্বিশেষে সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। আজকের এই মিলাদ ও দোয়ার আয়োজন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।
আনিসুল হক আরও বলেন,ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ দেয়নি। বারবার আবেদন করেও তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। আপনারা সবাই দোয়া করবেন—দেশনেত্রী খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।