ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাড়ি ঢাকুরিয়ার ইকোপার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ইজারার জন্য নির্ধারিত এলাকার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই দুজনকে জরিমানা করা হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন—কাজীপুর সদর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মঞ্জুর রশিদ রানা (৪৮) এবং একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে আতিকুর রহমান (৪৫)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।ইউএনও মোস্তাফিজুর রহমান আরও জানান, জরিমানার অর্থ আদায়ের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে বালু উত্তোলনের সমস্ত সরঞ্জাম নদী এলাকা থেকে সরিয়ে ফেলার জন্য দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"