মোখলেছুর রহমান ধনু
রামগতি কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই মাসের জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ জামিল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান ও মোহাম্মদ রাশেদুল হাসান।
আদালত জানায়, সংবিধানের-৩৬ অনুচ্ছেদ অনুসারে আবদুল মান্নানের চলাফেরার অধিকার লঙ্ঘনকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন বিভাগের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় করা ফৌজদারি মামলা থাকায় সাবেক এমপি আবদুল মান্নানের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল না। বিদেশে যেতে তাকে বাধা দেওয়া হয়।
এরই জেরে গত বুধবার একটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা হাইকোর্টের আদেশে পাসপোর্ট ফেরত দেওয়া হয়। রোববার অন্য একটি রিটের পরিপ্রেক্ষিত তার বিদেশে চিকিৎসার ব্যাপারে আদালত আদেশ দেয়। দুটি রিটই করেন আবদুল মান্নানের মেয়ে তাজরিনা মান্নান।