মো:মাসুদ রানা,
বিশেষ প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন এর অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ–মূল) এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরা কে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহলদল রসুলপুর রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানকালে তার কাছ থেকে ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের একটি রশিদ বই এবং নগদ ৪০০ টাকা জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, গ্রেপ্তারকৃত রিপন ত্রিপুরা ও জব্দ করা সামগ্রী বিকেলের দিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।