মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
রাঙ্গামাটির দূর্গম এলাকা লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা, ভারতে মুসলিম নিধন ও নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ওলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল (রবিবার) বিকাল তিনটায় উপজেলার বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লংগদু উপজেলা কমিটির আয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা, ভারতে মুসলিম নিধন আগ্রাসনের প্রতিবাদে ও নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ওলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় এবং জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম পটিয়াবী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল মুজাহিদ্বীন, শায়খে চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মোঃ আবুল হাশেম।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গামাটি জেলা ছদর মাওলানা গাজী শহীদুল্লাহ্, রাঙ্গামাটি জেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের দপ্তর সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, দীঘিনালা উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা জামাল উদিন জামালী, কওমি ওলামা পরিষদের লংগদু উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবী, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওবায়দুল্লাহ আহরার, বাংলাদেশ মুজাহিদ কমিটি লংগদু উপজেলা ছদর হাফেজ আবদুল মতিন এবং ইসলামাবাদ দ্বীনিয়া মাদ্রাসার সুপার মাওলানা রিওয়ান ইসলাম নেছারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে এদেশের মাটিতে কোন বিধর্মী কালচারকে লালন করে আইন তৈরী ওলামা মশায়েখসহ ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবে। তাই অবিলম্বে নারী বিষয়ক কমিশনকে বিলুপ্ত করার দাবী জানান।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার গণহত্যা চলছে। অথচ জাতিসংঘ এর প্রতিবাদ করছেন না। সম্প্রতি ভরতেও মুসলিম নিধনের আগ্রাসন শুরু হয়েছে। যা বিশ্ব মুসলিমের জন্য হুমকির বার্তা। অচিরেই এই বর্বরোচিত বন্ধ করতে এবং এই আগ্রাসনের বিরোদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রধান অতিথি বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার বিশ্বে চুরি আর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, কি পেলাম আমরা? বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকার যখন শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী সংস্কৃতি সংযোজন করে, তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সারাদেশে প্রতিবাদের ঝড় তুলেছিল।
তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের আলেম ওলামাসহ সকল মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সফল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।