রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে নকল স্ট্যাম্প ও সাধনের স্টিকারসহ ২ জনকে আটক করেছে।
জেলার সদর উপজেলার কোর্টপাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে নকল শুল্ক স্ট্যাম্প, ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার এবং এসব তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্প। অভিযানের পর কারখানাটি সিলগালা করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৫ হাজার ৫শ' পিস নকল ব্যান্ডরোল (স্ট্যাম্প), ৭শ' ১৫ পাতা বিদেশি প্রসাধনী পণ্যের নকল স্টিকার, ৪৫০ গ্রাম ফয়েল পেপার ও ৪টি মোড়ক তৈরীর ফর্মাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।আরও জানান, অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার শুকুর শেখ ছেলে নিরব ইসলাম (১৯) এবং কুমারখালী উপজেলার আব্দুল্লাহ বিশ্বাস ছেলে আব্দুল আওয়াল (৪৫) আটক করা হয়েছে। সেই সাথে মাহামুদ হাসান (কারী) (৪৫), মোঃ শরিফুল ইসলাম (৪২) ও মিলন উদ্দিন শেখ (৫০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নাম চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামী ও আলামত কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে র্যাব সদস্যদের সঙ্গে কুষ্টিয়া মডেল থানার পুলিশ সদস্যরাও অংশ নেয় ।