ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
তাড়াশে সরকারের ভিজিডি (Vulnerable Group Development) কর্মসূচির চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন টেলিভিশন সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী সাংবাদিকের ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দীপ্ত টেলিভিশন ও দৈনিক খবরের কাগজের সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির জানান, তিনি উপকারভোগীদের কাছ থেকে কম দামে চাল কেনার দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। এসময় স্থানীয় ব্যবসায়ী সাহেদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার দুই ছেলে আরিফুল ইসলাম ও আশিককে সঙ্গে নিয়ে হামলা চালান।মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক শিশিরের ওপর অতর্কিত হামলা করে এবং তাকে মারধর করে। এসময় তার কাছে থাকা ক্যামেরা এবং নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।এদিকে, সাংবাদিকের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এর পরপরই সিরাজগঞ্জসহ দেশজুড়ে সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোররাতে উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাহেদ আলী এবং তার দুই ছেলে আরিফুল ও আশিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।